হারুন অর রশিদ খান মুন্নু আর নেই
প্রকাশিত : ১৩:১৬, ১ আগস্ট ২০১৭

বিএনপি নেতা ও শিল্পপতি হারুন অর রশিদ খান মুন্নু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মঙ্গলবার ভোরে মানিকগঞ্জে নিজের প্রতিষ্ঠিত মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মুন্নু কয়েক বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। লন্ডন থেকে ছোট মেয়ে আফরোজা খান রীতা দেশে ফেরার পর তার দাফন হবে।
সিরামিক শিল্পে দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রির মালিক হারুন অর রশিদ খান মুন্নু ১৯৯১ ও ১৯৯৬ সালে মানিকগঞ্জ-২ (শিবালয়-হরিরামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে মানিকগঞ্জ-৩ আসন (সদর-সাটুরিয়া) থেকে সদস্য নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভায়ও ঠাঁই পান তিনি।
মানিকগঞ্জে বিএনপির প্রবীণ এই নেতা জেলার সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য।
বিএনপি চেয়ারপারসন ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলাদা শোকবার্তায় মুন্নুর মৃত্যুতে শোকপ্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
//আর//এআর
আরও পড়ুন