হাসপাতালে ধর্ষণের ঘটনায় আটক ২ আনসার সদস্যকে জেলহাজতে প্রেরণ
প্রকাশিত : ১০:১২, ১৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১০:১৮, ১৪ জানুয়ারি ২০২৬
মানিকগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নাইট ডিউটি করার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় আটক দুই আনসার সদস্য ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপরে জুডিশিয়াল আদালত-২ তাদেরকে তোলা হলে আদালতের খাশ কামরায় বিচারক সজীব চৌধুরীর উপস্থিতিতে আসামির জবানবন্দি গ্রহণ করা হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৫টায় জুডিশিয়াল আদালত-১ তোলা হলে আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট -১ মুহাম্মদ হাবীবুর রহমান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট -১ সজীব চৌধুরী উপস্থিতিতে আসামির জবানবন্দি গ্রহণ করা হয়।
পরে তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত।
এদিকে, পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, ধর্ষণ মামলার আসামীরা ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। এছাড়া ঘটনায় বাইরে আরো কোন ঘটনা আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
গত রোববার দিবাগত রাত দুটার দিকে স্ত্রীকে নিয়ে এক ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যান নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানা বাড়ি যাচ্ছিলেন। এ সময় বাসষ্ট্যান্ড এলাকায় আসামাত্র ভ্যান গাড়ির চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন।
এরপর হাসপাতালের গেটে ডিউটিরত অবস্থায় থাকা আনসার সদস্য শাহাদাৎ হোসেন এবং আবু সাঈদ তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
এএইচ
আরও পড়ুন










