ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

হাসপাতালে প্রত্যাশিত সব চিকিৎসা সেবা মিলছে(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৭, ১৪ জুলাই ২০১৮

নামমাত্র মূল্যে ওষুধসহ প্রত্যাশিত সব চিকিৎসা সেবা মিলছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। রোগ নির্ণয়ে আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুবিধাও আছে হাসপাতালের ভেতরে। এছাড়া ওয়ানস্টপ সার্ভিস থেকে মিলছে বাড়তি সেবা। চিকিৎসক ও নার্সদের অক্লান্ত পরিশ্রমই এমন পরিবর্তন ঘটিয়েছে হাসপাতালটিতে। সরকারী হাসপাতালে এসব সুবিধা পেয়ে খুশি রোগী ও তাদের স্বজনেরা।

দেশের বেশিরভাগ সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে যখন রোগীদের মধ্যে  অসন্তোষ, তখন ভিন্ন চিত্র ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা বিনামূল্যে পাচ্ছেন সব ধরণের ওষুধ। সামান্য ফি দিয়ে হাসপাতালের ভেতরেই মিলছে রোগ নির্ণয়ের আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে রোগীদের দেয়া হচ্ছে উন্নতমানের পথ্যও।

শুধু তাই না, ওয়ানস্টপ সার্ভিস থেকে মিলছে ২৪ ঘন্টার বাড়তি চিকিৎসা। এমন পরিবর্তনে খুশি ময়মনসিংহবাসী।

কর্তব্যরত চিকিৎসক, নার্স আর কর্মচারীদের আন্তরিকতাই এমন ইতিবাচক পরিবর্তন হয়েছে বলে জানান, পরিচালক।

ওয়ানস্টপসহ বর্হিবিভাগ ও জরুরি বিভাগে প্রতিদিন প্রায় ৩৫শ’ রোগীর সেবা দিচ্ছে অর্ধশত বছরেরও বেশি পুরনো হাসপাতালটি।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি