ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

হিমেল হাওয়ায় শীত জেঁকে বসেছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে

প্রকাশিত : ১২:৪০, ২৫ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:৪০, ২৫ ডিসেম্বর ২০১৬

হিমেল হাওয়ায় শীত জেঁকে বসেছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। সন্ধ্যায় শুরু হয়ে ঘন কুয়াশা থাকে দুপুর পর্যন্ত। শীতের তীব্রতায় বেশি কষ্টে আছেন হতদরিদ্র খেটে খাওয়া মানুষ। ঠান্ডা উপেক্ষা করে তবু নিত্যদিনের কর্মে ছুটছেন তারা। উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে দেশের অন্যান্য এলাকার চেয়ে শীতের প্রভাব বেশি। এ বছরও সকাল-সন্ধ্যা কুয়াশার চাদর মুড়ি দিয়ে শীত এখানে এসেছে অনেক আগেই। বর্তমানে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসেরও কম। ঘন কুয়াশায় ট্রেন চলাচল করছে ধীর গতিতে। আর মহাসড়কে দিনের বেলাতেও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। এছাড়া বিঘœ ঘটছে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া, কৃষকের চাষাবাদসহ স্বাভাবিক সব দৈনন্দিন কাজেও। শীতবস্ত্রের অভাবে সবচে বেশি বিপাকে ছিন্নমুল হতদরিদ্র মানুষ। সমাজের বিত্তবানদের সহযোগিতা চান তারা। জেলার দুঃস্থ শীতার্তদের জন্য সরকারি সহায়তার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে শীত থেকে রক্ষা পেতে বেচা-কেনা বেড়েছে গরম কাপড়ের। ঠান্ডার প্রকোপ আরো বাড়তে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি