ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

হিলারি ক্লিনটনকে আনুষ্ঠানিক সমর্থন দিলেন বার্নি স্যান্ডার্স

প্রকাশিত : ১৬:২১, ১৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:২১, ১৩ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

অবশেষে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হিলারি ক্লিনটনকে আনুষ্ঠানিক সমর্থন দিলেন বার্নি স্যান্ডার্স। অবশ্য ডেলিগেটের সমর্থন বিবেচনায় অনেক আগেই প্রার্থীতা নিশ্চিত করেছিলেন সাবেক ফাস্ট লেডি। তবে সাবেক প্রতিদ্বিন্ডীর সমর্থন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তাকে আরো শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। মঙ্গলবার নিউ হ্যাম্পশয়ারে এক নির্বচনী প্রচারণায় হাজির হয়েছিলেন দুই প্রার্থী। এসময় বার্নি স্যান্ডার্স হিলারিকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সবচেয়ে যোগ্য প্রার্থী বলে উল্লেখ করেন। ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য এক হয়ে কাজ করার কথাও জানান ভারমন্টের সিনেটর।  হিলারি প্রেসিডেন্ট নির্বাচিত হলে দলে বার্নি স্যান্ডার্সের শক্ত অবস্থান থাকবে বলে আশা করছেন তার সমর্থকরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি