হিলারি ক্লিনটনের ই-মেইল ইস্যুতে এফবিআইয়ের নতুন তদন্তে ফুঁসে উঠেছে ডেমোক্র্যাট শিবির
প্রকাশিত : ১১:২৫, ৩০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:১১, ৩০ অক্টোবর ২০১৬
নির্বাচনের শেষ মুহুর্তে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল ইস্যুতে এফবিআইয়ের নতুন তদন্তে ফুঁসে উঠেছে ডেমোক্র্যাট শিবির। দ্রুত এর ব্যাখ্যা চেয়েছেন হিলারি ক্লিনটন। এদিকে হিলারিকে নিয়ে চলমান পরিস্থিতিকে কাজে লাগাতে ব্যস্ত প্রতিদ্বন্দ্বী ট্রাম্প। অন্যদিকে আগাম ভোটের জরিপে এখনও এগিয়ে রয়েছেন হিলারি।
আর দু সপ্তাহও বাকী নেই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আবারও আলোচনায় ডেমোক্র্যাট হিলারি ক্লিনটনের ই-মেইল ইস্যু। এ নিয়ে এফবিআইয়ের নতুন করে তদন্ত শুরুর সিদ্ধান্তে ক্ষুব্ধ হিলারির প্রচার দল।
ফ্লোরিডায় নির্বাচনী সমাবেশে এফবিআই পরিচালক জেমস কোমির তীব্র সমালোচনা করেছেন হিলারিও। বলেন, নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে আর শক্তিশালী অবস্থান নষ্ট করতেই শেষ মুহুর্তে এসে এ ধরনের তদন্ত শুরু করছে এফবিআই।
এফবিআই পরিচালক জেমস কোমি, তদন্ত নিয়ে হিলারি ও তার সমর্থকদের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। মার্কিন জনগনকে ভুল পথে চালিত করতে চান না বলেও জানান তিনি।
এদিকে, ইমেইল ইস্যুকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন প্রতিদ্বন্দ্বী ট্রাম্প। ওয়াটার গেটের পর হিলারির ই-মেইল ইস্যুকে মার্কিন রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় স্ক্যান্ডাল হিসেবে উল্লেখ করেন তিনি।
সম্প্রতি সাবেক কংগ্রেসম্যান ও হিলারির সহযোগী হুমা আবেদিনের সাবেক স্বামী অ্যানথনি ওয়েনারকে পাঠানো হিলারি বেশ কয়েকটি ই-মেইল বার্তা নিয়ে তদন্ত শুরু করার কথা জানায় এফবিআই।
অন্যদিকে সংবাদ মাধ্যম রয়টার্স ও ইপসোপের আগাম ভোটের জরীপে ১৫ শতাংশ পয়েন্টে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন হিলারি। সুইং-স্টেটগুলোর পাশাপাশি রিপাবলিকানদের রাজ্যেও ভাগ বসাতে শুরু করেছেন তিনি।
আরও পড়ুন