ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

হিলারি ক্লিনটনের ই-মেইল ইস্যুতে এফবিআইয়ের নতুন তদন্তের সিদ্ধান্তে সমালোচনার মুখে জেমস কোমি

প্রকাশিত : ১২:০৯, ৩১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:০৯, ৩১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল ইস্যুতে এফবিআইয়ের নতুন তদন্তের সিদ্ধান্তে ব্যপক সমালোচনার মুখে পড়েছেন সংস্থাটির পরিচালক জেমস কোমি। তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন হিলারির প্রচারণা দল। এদিকে ভোটের আগাম জরিপগুলোতে হিলারির সঙ্গে প্রতিদ্বন্দ্বি ডোনাল্ড ট্রাম্পের ব্যাধান কমে আসছে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে জন্ম নিচ্ছে নানা নাটকিয়তা। শেষ সময়ে এসে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন ইস্যু। ডোনাল্ড ট্রাম্পের নারী কেলেঙ্কারির ঘটনাকে ঘিরে হিলারির জনপ্রিয়তা যখন বাড়ছিলো ঠিক সেই মুহূর্তে বাধা হয়ে দাড়ালো ইমেইল ইস্যু। ভোটের আগাম জরিপগুলোতে নতুন করে হিলারির ইমেইল কেলেঙ্কারি বেশ প্রভাব ফেলেছে। বিবিসি, সিএনএন, এবিসি নিউজসহ বিভিন্ন সংস্থার জরিপে ট্রাম্পের অবস্থান হিলারির বেশ কাছাকাছি চলে এসেছে। ইমেইল নিয়ে এফবিআইএর এ তদন্তে বারবার সমালোচনার মুখে পড়ছেন সংস্থাটির পরিচালক জেমস কোমি। এবার তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে হিলারির প্রচারণা দল। জেমস কোমির বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ এনে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা উচিত বলেও মনে করেন হিলারির সমর্থকরা। এদিকে ইমেইল ইস্যুকে কেন্দ্র করে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প। বিভিন্ন প্রচারণায় বলছেন, হিলারির অবৈধ কর্মকাণ্ডের কারণে পুরো আমেরিকাবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি সাবেক কংগ্রেসম্যান ও হিলারির সহযোগী হুমা আবেদিনের সাবেক স্বামী অ্যানথনি ওয়েনারকে পাঠানো হিলারি বেশ কয়েকটি ই-মেইল বার্তা নিয়ে তদন্ত শুরু করার কথা জানায় এফবিআই।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি