
হিলারি ক্লিন্টনের বৈদেশিক নীতির কড়া সমালোচনা করেছেন প্রতিদ্বন্ডি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচনি প্রচারনার সময় ট্রাম্প বলেন, সিরিয়া নিয়ে ডেমোক্রেট প্রার্থী হিলারির ক্লিনটনের অবস্থান তৃতীয় বিশ্বযুদ্ধের কারন হতে পারে। তিনি ডেমোক্রেটিক প্রার্থী হিলারির নো ফ্লাই জোনের সমালোচনা করেন এবং কথিত ইসলামিক স্টেটের চেয়ে সিরিয়াতে বেশি মনোযোগ দিতে বলেন। এসময় তিনি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্ধসঢ়;লাদিমির পুতিন সম্পর্কেও মন্তব্য করেন। রিপাবলিকান প্রার্থী ট্রাম্প নিজ দলের লোকদের এক হয়ে কাজ করারও অনুরোধ জানান। গেল ২০ অক্টোবর নেভাদায় নির্বাচনি এক বিতর্কে হিলারি তার নো ফ্লাই জোন নীতি তুলে ধরেন।