ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

হেলমেট পরা চালকদের ফুল দিচ্ছে পুলিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭, ১ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বান্দরবানে হেলমেট পরা মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ট্রাফিক পুলিশ। শনিবার বিকেলে বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় ট্রাফিক পুলিশ হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের থামিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. সালাউদ্দীন মামুন গণমাধ্যমকে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় বড় ধরনের ক্ষতি এড়াতে হেলমেট পরিধানে জনগণকে সচেতন করা হচ্ছে আমাদের পক্ষ থেকে। তাদের আরো সচেতন করতে ফুল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, অতীতে হেলমেট না পরার কারণে অধিকাংশ চালকের মৃত্যু হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে চালকের মাথায় হেলমেট থাকা জরুরি। হেলমেটবিহীন চালকদের হেলমেট পরে গাড়ি চালানোর অনুরোধ জানান তিনি।

 

আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি