ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

হয়রানি বন্ধসহ ৯ দফা দাবিতে মঙ্গলবার পরিবহন ধর্মঘটের ডাক

প্রকাশিত : ১৮:৩৬, ২৬ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩৬, ২৬ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

টার্মিনাল নির্মাণ, হয়রানি বন্ধসহ ৯ দফা দাবিতে চট্টগ্রামের সকল রুটে মঙ্গলবার সকাল ৬টা থেকে ২৪ ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুসা। এসময় অভিযোগ করা হয়, যানবাহনের জন্য টার্মিনাল না থাকায় যেখানে-সেখানে পার্কিংয়ের জন্য মামলা করা হচ্ছে। এছাড়াও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সাথে চুক্তি থাকা সত্ত্বেও আধুনিক মানের ট্যাংক লরী টার্মিনাল নির্মাণের কাজ থমকে আছে বলেও অভিযোগ করেন তারা। অবিলম্বে এসব সমস্যা সমাধান না হলে ধর্মঘটের মেয়াদ আরো বাড়ানোরও হুশিয়ারি দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি