ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

১ সেপ্টেম্বর থেকে চামড়া কেনা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১১, ২৫ আগস্ট ২০১৮

আগামী ১ সেপ্টেম্বর থেকে ট্যানারি মালিকরা কুরবানির পশুর চামড়া কেনা শুরু করবেন। সরকার নির্ধারিত দামে বিভিন্ন আড়ৎদার ও ডিলারদের কাছ থেকে এ চামড়া ক্রয় করা হবে।

রাজধানীর সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়ত লালবাগের পোস্তাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এ চামড়া সংগ্রহ করা হবে। এ বছর নির্বাচন হওয়ার কারণে গতবারের তুলনায় ২০ থেকে ৩০ লাখ বেশি পশু কুরবানি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সে হিসাবে ২ কোটির ওপরে গরু, মহিষ, ছাগল ও ভেড়ার কাঁচা চামড়া সংগ্রহ করা হবে।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে ট্যানারি মালিকেরা লবণযুক্ত চমড়া কিনবে। বিভিন্ন ট্যানারির মালিকের প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন জেলার হাট থেকে এই চামড়া কিনবেন। চট্টগ্রাম, ময়মনসিংহ, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, নাটোর ও রংপুর এলাকা থেকে এই চামড়া সংগ্রহ করা হবে।

সংশ্লিষ্টরা জানায়, সারাদেশে ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ীরা কুরবানির পশুর চামড়া সংগ্রহ করেন। পরে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করেন আড়তদার ও ডিলাররা। এরপর লবণযুক্ত চামড়া কিনে নেন ট্যানারি মালিকেরা।

তবে বিশ্ববাজারে চামড়ার মূল্য হ্রাস ও রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে কারখানা স্থানান্তরের কারণে অর্থ সংকটে রয়েছেন ট্যানারি মালিকেরা। ফলে গত কয়েক দশকের তুলনায় এবার কাঁচা চামড়ার দাম সর্বনিম্ন পর্যায়ে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি