১০ আগ্নেয়াস্ত্রসহ ভারতীয় অস্ত্র ব্যবসায়ী আটক
প্রকাশিত : ১৬:০৯, ১ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৬:০৯, ১ নভেম্বর ২০১৬
রাজধানীর গাবতলী এলাকা থেকে ১০টি আগ্নেয়াস্ত্রসহ এক ভারতীয় অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহা নগর গোয়েন্দা পুলিশ।
সোমবার রাতে ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার হয় খায়রুল ইসলাম মন্ডল ওরফে শরিফুল ইসলাম এই ভারতীয় নাগরিক । তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৬টি পিস্তল ও ৪টি ওয়ানশ্যুটার গান। এছাড়া ৩৫ রাউন্ড গুলি ও ১২টি ম্যাগাজিনও উদ্ধার হয় বলে প্রেস ব্রিফিংয়ে জানায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার। গ্রেপ্তার ভারতীয় নাগরিক বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রও ব্যবহার করতো বলে জানান তিনি।
আরও পড়ুন