ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

১০০ কেজি বাঘাইড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ১৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

কুরিগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদে আড়াই মণ ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মঙ্গলবার উপজেলার হাতিয়া এলাকার ব্রহ্মপুত্র নদে মাঝিদের জালে মাছটি ধরা পড়ে।
পরে তা মাঝির কাছ থেকে কিনে নেন ব্যবসায়ী মন্টু মিয়া। বিক্রির জন্য গতকাল বুধবার তিনি এটি উলিপুর পৌরবাজারে নিয়ে যান।
বেশি লাভের আশায় একপর্যায়ে মাছটি কেটে ১ হাজার ২০০ টাকা কেজিতে ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করেন।
এ সময় মাছটি একনজর দেখতে ক্রেতাদের পাশাপাশি উৎসুক মানুষ ভিড় করেন।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি