১১ বছরে সড়কে ঝরেছে লাখের বেশি প্রাণ
প্রকাশিত : ১৬:১৩, ৩ ডিসেম্বর ২০২৪

দেশের সড়কের অবস্থা বেশ উদ্বেগজনক, কমছে না দুর্ঘটনা। প্রতিনিয়ত বাড়ছে সড়কে দুর্ঘটনা ও বাড়ছে মৃত্যুর মিছিল। গেল ১১ বছরে ৬০ হাজার ৯৮০টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে লাখের বেশি মানুষের, যাদের মধ্যে পথচারী ১৭ হাজার ১৫০ জন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) নিরাপদ সড়ক চাই আন্দোলনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচকরা এসব ঘটনাকে দুর্ঘটনা না বলে, হত্যাকাণ্ড আখ্যা দেন।
এসময় সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজনৈতিক দলগুলোকে কাজ করার আহ্বান জানান সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
সভায় উপস্থিত রাজনৈতিক দলের প্রতিনিধিরা সুপারিশ করেন, শুধু আইন নয়, দরকার আইনের যথাযথ প্রয়োগও। নিরাপদ সড়কের জন্য একটি কমিশন গঠনেরও প্রস্তাব দেন তারা।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে (বিআরটিএ) ইবলিসের কারখানা আখ্যা দিয়ে সড়ক দুর্ঘটনায় জন্য অনিয়ম, চাঁদাবাজি ও রাজনৈতিক দু্র্বৃত্তায়নকে দায়ী করেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।
শেখ হাসিনা সরকারের আমলে সড়ক ঘিরে নৈরাজ্য, লুটপাটের যে স্বর্গরাজ্য গড়ে উঠেছিল তা এখনো বন্ধ হয়নি বলেও অভিযোগ করেন আলোচকরা।
এমবি
আরও পড়ুন