হল ছাড়ার নির্দেশ মানেনি বাকৃবির শিক্ষার্থীরা
১২ ঘণ্টার মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা
প্রকাশিত : ১২:৪১, ১ সেপ্টেম্বর ২০২৫

হল ছাড়ার জন্য প্রশাসনের নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের কে-আর মার্কেটে জড়ো হন। এর আগে ভোর থেকে শঙ্কা নিয়ে নারী শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা যায়।
হামলার ঘটনার বিচারসহ চার দফা দাবি ঘোষণা করেছেন বিক্ষোভকারীরা। তাদের দাবির মধ্যে রয়েছে- প্রক্টরের পদত্যাগ, ভিসির প্রকাশ্যে ক্ষমা চাওয়া, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা।
১২ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি না মানলে কঠোর কর্মসূচির কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থী মাহিদ হাসান বলেন, ‘হল শিক্ষার্থীদের, তাই আমরা হলেই থাকব। আমাদের ওপর বহিরাগতদের দিয়ে হামলা করিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে হল ত্যাগের। হল ত্যাগ করে কাপুরুষের পরিচয় দিতে চাই না। আমাদের হল ছাড়তে হলে শিক্ষকদেরও ক্যাম্পাস ছাড়তে হবে।’
আরেক শিক্ষার্থী যাহি হাসান যুথি বলেন, “আমরা কোনোভাবেই হল ছাড়তে রাজি নই। প্রশাসন থেকে চাপ প্রয়োগ করে হল ছাড়তে বাধ্য করা হচ্ছে। আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই।”
বিশ্ববিদ্যালয়ে নয়টি ছেলে এবং পাঁচটি মেয়েদের হল রয়েছে। সেখানে প্রায় প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন।
দাবি আদায়ে উপাচার্যসহ প্রায় ২০০ শিক্ষক কর্মকর্তাকে রোববার দিনভর অবরুদ্ধ করে রাখাকে কেন্দ্র করে বহিরাগতের হামলায় সাংবাদিক-শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়।
উদ্ভুত পরিস্থিতিতে রোববার রাত সাড়ে ৯টায় অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। সব ছাত্র-ছাত্রীকে সোমবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যা থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্যাম্পাসে র্যাব, পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।
এসএস//
আরও পড়ুন