১২২ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা (ভিডিও)
প্রকাশিত : ২০:৪১, ২০ জুন ২০২২
এক সপ্তাহে ৩৫শ' মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেকারণে বন্যার ভয়াবহতা বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন্যা ও পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
বৃষ্টি বেশি হবে বলে আভাস ছিলো, তবে এই পরিমাণ বৃষ্টি যে তা প্রথমে বোঝা যায়নি বলেও জানান তিনি। এছাড়া অধিপ পরিমাণে পানি বের হয়ে যেতেও কিছুটা সময় প্রয়োজন। একারণেই এই সময়ে বন্যার ভয়াবহতা এতোটা বেশি।
এছাড়া এর আগের বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার আগেই আবার বন্যা হওয়াতেও ভয়াবহতা বেড়েছে।
যেকারণে হঠাৎ ভয়াবহ বন্যার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া যায়নি বলেও জানান তিনি।
এসবি/
আরও পড়ুন