ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

১৯টি পদক নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৩:১১, ৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৩:১১, ৯ আগস্ট ২০১৬

রিও অলিম্পিকের তৃতীয় দিন শেষে ১৯টি পদক নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র। ৫টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ জিতেছে দেশটি। আর দ্বিতীয় অবস্থানে থাকা চীন জিতেছে ৫টি স্বর্ণসহ ১৩টি পদক। তৃতীয় স্থানে থেকে অস্ট্রেলিয়া পেয়েছে ৪টি স্বর্ণ। যুক্তরাষ্ট্রের হয়ে চতুর্থ স্বর্ণ জিতলেন মার্ফি রায়ান। ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে চীনের জাইয়ুকে হারিয়েছেন তিনি। সময় নিয়েছেন ৫১ দশমিক নয় সাত সেকেন্ড। মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সেরা হয়ে স্বর্ণ জিতেন যুক্তরাষ্ট্রের লায়লা কিং। তিনি সময় নিয়েছেন ১ মিনিট ৪ দশকি নয় তিন সেকেন্ড। ছেলেদের ২০০ মিটার ফ্রিস্টাইল সাতারে স্বর্ণ পেয়েছেন চীনের সান ইয়াং। সময় নিয়েছেন ১ মিনিট ৪৪ দশমিক ছয় পাঁচ সেকেন্ড। আর মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণ জিতেন হাঙ্গেরির কাতিনকা হোসসু। তার সময় লেগেছে ৫৮ দশমিক চার টাঁচ সেকেন্ড । মেয়েদের ৫৮কেজি ভারোত্তোলনে স্বর্ণ জিতেন থাইল্যান্ডের স্রিসুরাত সুকন্যা। আর ছেলেদের ৬২ কেজিতে স্বর্ণজয়ী কলম্বিয়ান অস্কার আলবেইরো। মেয়েদের রাগবি সেভেনসে নিউজিল্যান্ডক ২৪-১৭ ব্যবধানে হারিয়ে স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়া। নতুন অলিম্পিক রেকর্ড গড়ে পুরুষদের শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন ইতালির ক্যামিপ্রিয়ানি নিকোলো। এবারের আসরে ইতালির এটি দ্বিতীয় স্বর্ণ পদক। নিকোলোর স্কোর ছিল ২০৬ দশমিক ১। এদিকে এবারের অলিম্পিকে ব্রাজিলকে প্রথম স্বর্ণ এনেদিলেন রাফায়েলা সিলভা। মেয়েদের ৫৭ কেজি জুডোতে সেরা হয়েছেন তিনি। আর খরা কাটিয়ে জুডোতে স্বর্ণের দেখা জাপান। ছেলেদের ৭৩ কেজি জুডোতে প্রথম হয়েছেন শোহেই ওনো।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি