ঢাকা, বৃহস্পতিবার   ১৬ অক্টোবর ২০২৫

২ বিষয়ে ফেল করেছেন সেই আনিসা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ১৬ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

আলোচিত শিক্ষার্থী আনিসা আহমেদ আরিফা ফেল করেছেন। তিনি বাংলা ও ইসলামের ইতিহাস এই দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। মায়ের অসুস্থতার কারণে এইচএসসি পরীক্ষার প্রথম দিন কেন্দ্রে সময়মতো পৌঁছাতে না পেরে ব্যাপকভাবে আলোচিত হন আনিসা।

আনিসা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আনিসার 'গল্প' সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। পরীক্ষার দিন (২৬ জুন) সকালে তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আনিসা পরীক্ষাকেন্দ্রে না গিয়ে মাকে নিয়ে ছুটে যান চিকিৎসকের কাছে। ওইদিন ছিল বাংলা প্রথমপত্র পরীক্ষা। মাকে চিকিৎসকের চেম্বারে রেখে সকাল ১০টার পর বের হলেও পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হয়ে যায়।

দেরি হওয়ায় তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি দায়িত্বরতরা। এসময় ওই ছাত্রী পরীক্ষাকেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন। গেটের বাইরে দীর্ঘসময় অপেক্ষায় থেকে তিনি সেদিন ফিরে যান। ওই ছাত্রীর পরীক্ষাকেন্দ্র ছিল রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ।

আনিসার কান্না-আকুতি তখন নাড়িয়ে দেন বহু মানুষের বিবেক। 

আনিসা জানিয়েছিলেন, একদিকে ছিল আমার মা, অন্যদিকে পরীক্ষা। আমি জানতাম মা ছাড়া আমার কেউ নেই। তাই মাকে রেখে পরীক্ষা দিতে পারিনি।

মানবিক বিবেচনায় হলেও তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত বলে দাবি তোলেন অনেকেই।

অন্তর্বর্তী সরকারও সেই দাবি আমলে নেয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তখন শিক্ষা উপদেষ্টার বরাতে জানানো হয়, ‘পরীক্ষা দিতে না পারা আনিসার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি