ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

বাংলাদেশ ব্যাংকে নিয়োগ পরীক্ষা

২ হাজার পরীক্ষার্থীর আসন বদল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৮, ২৬ এপ্রিল ২০১৮

বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পদে নিয়োগ পরীক্ষায় দুই হাজার পরীক্ষার্থীর আসন বদল করা হয়েছে আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক কেন্দ্র বদলের সিদ্ধান্ত নিয়েছে

যেসব পরীক্ষার্থীদের আসন পরিবর্তন করা হয়েছে তাদের রোল ২০২৪১৯ থেকে ২০৬০১৯ পর্যন্ত।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন খান গণমাধ্যমকে জানান, আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া ব্যাংকের অফিসার (জেনারেল) পদের নিয়োগ পরীক্ষায় আগারগাঁওয়ের শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রের দুই হাজার পরীক্ষার্থীর আসন পরিবর্তন করা হয়েছে। কিছু জটিলতার কারণে তাদের পরীক্ষা অন্য তিন কেন্দ্রে নেওয়া হবে।

তিনি জানান, আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ২০২৪১৯ থেকে ২০৩৯৮৮ রোলের মোট ৮৫০ পরীক্ষার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হবে। লায়ন্স অগ্রগতি শিক্ষা নিকেতন উচ্চবিদ্যালয় কেন্দ্রে ২০৩৯৯০ থেকে ২০৪৯৮৫ রোল পর্যন্ত ৫৫০ জনের পরীক্ষা নেওয়া হবে।

এছাড়া ২০৪৯৮৭ থেকে ২০৬০১৯ রোল পর্যন্ত ৬০০ প্রার্থীর নিয়োগ পরীক্ষা পশ্চিম কাফরুলের হালিম ফাউন্ডেশন মডেল হাইস্কুলে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, শুক্রবারের নিয়োগ পরীক্ষা এমসিকিউ ধরনের হবে। ৩০০ পদের এই পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার পরীক্ষার্থী অংশ নেবেন।

 

আর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি