২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানি : প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৫:০০, ২৯ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:৩৬, ৩০ জুলাই ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের সব মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা হবে। শনিবার রাজধানীতে শুরু হওয়া তিন দিনব্যাপী পানি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আয়োজিত এই সম্মেলনে কয়েকটি দেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, বিশ্বের ১০০ কোটি মানুষ সুপেয় পানির সুবিধার বাইরে আছে। এসব মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করাই বিশ্বনেতাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমানে বাংলাদেশের শতকরা ৯৮ ভাগ মানুষ নিরাপদ পানি পাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনে বাংলাদেশ এখন রোড মডেল। তিনি বলেন, ইতোমধ্যে অমরা শিশুমৃত্যু হার কমিয়েছি, মাতৃমৃত্যু হার কমিয়েছি। প্রাথমিক শিক্ষার হার বাড়িয়েছি, নারীর ক্ষমতায়নেও আমরা অনেক এগিয়েছি। আগামী ২০২১ সালের মধ্যে আমরা সবার জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে চাই।
//এআর
আরও পড়ুন