ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

‘২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করবে শিক্ষার্থীরাই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ১ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৪৭, ১ সেপ্টেম্বর ২০১৮

শিক্ষার্থীরাই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত বিশ্বের অন্তর্ভুক্ত হতে যাচ্ছি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীরাই সেই লক্ষ্য পূরণে নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন নাহিদ।

শনিবার সকালে ঢাবির রোকেয়া হলে নবনির্মিত ‘৭ই মার্চ’ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরই শিক্ষামন্ত্রী এ সব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যে কোনও প্রস্তাবনা নিয়ে গেলেই প্রধানমন্ত্রী রাজি হয়ে যান। এ কারণে গত ১০ বছরে ঢাবির অনেক উন্নয়ন কাজ করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা পড়েছেন, প্রধানমন্ত্রীও পড়েছেন। তাই আমি নিজেকে নিয়ে গর্ববোধ করি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রক্টর অধ্যাপক ড. একে এম গোলাম রব্বানী প্রমুখ।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি