ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

২৩ মার্চ ডাকসুর প্রথম কার্যকরী পরিষদ সভা

প্রকাশিত : ২৩:৩৫, ১৮ মার্চ ২০১৯ | আপডেট: ০৯:৪২, ১৯ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

আগামী ২৩ মার্চ (শনিবার) ডাকসুর প্রথম কার্যকরী পরিষদ সভা অনুষ্ঠিত হবে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ভিসির বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

ডাকসু`র সভা পুরাতন সিনেট অডিটোরিয়ামে ও হলগুলোর পরিষদ সভা নিজ নিজ হলে অনুষ্ঠিত হবে। তথ্যটি নিশ্চিত করেছেন সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

তিনি বলেন, প্রভোস্ট কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক হল সংসদের জন্য একজন করে ও কেন্দ্রীয় সংসদের জন্য একজন ট্রেজারার নিয়োগ দেবেন ভিসি। ট্রেজারার শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ দেয়া হবে।

মাকসুদ কামাল আরো বলেন, প্রভোস্ট কমিটির সভায় ডাকসু নির্বাচনের বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়েও আলোচনা হয়েছে। এর মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা চলছে বলেও আলোচনায় উঠে এসেছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি