ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : নসরুল হামিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৬, ৩০ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:৪৩, ৩১ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকার ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী শনিবার মিরপুর সেনানিবাসস্থ মিলিটারী ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজী (এমআইএসটি) এর পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন।

‘এনার্জি সিনারিও এন্ড প্রোসপেক্ট এন্ড পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী আরও বলেন, এ লক্ষ্যমাত্রা অর্জনে জ্বালানি শক্তি ও খনিজ সম্পদের ব্যবহার উলেখ্যযোগ্য ভূমিকা রাখবে। অনুষ্ঠানে এমআইএসটি এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. আবুল খায়ের, শিক্ষাবিদ, পেশাজীবী, জালানি উদ্যোক্তা এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

নসরুল হামিদ বলেন, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বঙ্গোপসাগর এলাকায় নতুন সমুদ্র সীমানা নির্ধারণ করা হয়েছে। এ এলাকায় প্রাকৃতিক গ্যাসসহ নানা খনিজ সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে। আমাদের পেট্রোলিয়াম ও মাইনিং প্রকৌশলীগণ তাঁদের যথাযথ জ্ঞান ও মেধা প্রয়োগের মাধ্যমে এ সম্পদকে জ্বালানি খাতে ব্যবহার করতে পারবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, তরুণ প্রকৌশলীদের উদ্ভাবিত শক্তিই বাংলাদেশের জ্বালানি শক্তির ইতিবাচক পরিবর্তন ঘটাবে। প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক, বাণিজ্যিক, সামাজিক তথা সার্বিক উন্নয়নের পিছনে জ্বালানি শক্তির অবদান অপরিহার্য।

এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক ড. বদরুল ইমাম এবং বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন পাওয়ার সেল অধিদপ্তরের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেন।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি