ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২৭ জেলায় সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশের ২৭টি জেলায় বজ্রপাত, ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বজ্রপাত থেকে বাঁচতে বজ্রবৃষ্টির সময় ঘরে বা নিরাপদ আশ্রয়ে থাকাসহ বেশ কিছু পরামর্শ‌ও দিয়েছে অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালেই এই সতর্কবার্তা জারি করা হয়, যা কার্যকর থাকবে আজ বিকেল ৩টা পর্যন্ত।

আবহাওয়া অধিদপ্তর আজ সকালে জারিকৃত এক সতর্কবার্তায় জানিয়েছে, আজ বিকেল ৩টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নরসিংদী, গাজীপুর, নারায়নগঞ্জ, কুমিল্লা, ভোলা, বরগুনা, নোয়াখালী, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। 

বজ্রপাত থেকে বাঁচার জন্য আবহাওয়া অধিদপ্তর ১০টি পরামর্শ‌ও দিয়েছে।

পরামর্শ‌গুলা হলো-

১. বজ্রপাতের সময় ঘরের মধ্যে থাকা 
২. দরজা-জানালা বন্ধ রাখা
৩. সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলা
৪. নিরাপদ আশ্রয়ে থাকা
৫. গাছের নিচে আশ্রয় না নেওয়া
৬. কংক্রিটের মেঝেতে না শোয়া এবং কংক্রিটের দেয়ালে হেলান না দেওয়া 
৭. বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ডিভাইসের প্লাগ খুলে রাখা
৮. বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকা
৯. জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসা এবং 
১০. শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করা

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি