ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫

৩ অগাস্ট ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা হবে: নাহিদ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৪, ৩১ জুলাই ২০২৫ | আপডেট: ০৯:৩৩, ৩১ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

আগামী ৩ অগাস্ট "নতুন বাংলাদেশের ইশতেহার" ঘোষণা দেওয়া হবে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ওইদিন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আসার জন্য সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার বিকালে নরসিংদী শহরের এক পথসভায় এই আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য এক বছর পর আবারও দেশ গড়তে মাঠে নেমেছি। এক বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, আমাদের বাধাগ্রস্ত করা হয়েছে। সংস্কার কাজ এগিয়ে নিতে দেয়া হয়নি, নতুন সংবিধান সংস্কারসহ ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকেও অপসারণ করতে দেয়া হয়নি, দেয়া হয়নি ঘোষণাপত্র। আমরা কোন দাবি থেকেই সরে আসিনি। আমরা সংগঠিহ হয়ে আবারও জনগণের দাবি আদায় করবো। 

তিনি বলেন, গণঅভ্যুত্থ্যানের দাবিতে মানুষ নেমে এসেছিল সন্ত্রাস-চাঁদাবাজদের দাবিতেও ৩ আগস্ট শহিদ মিনারে একত্রিত হবে। বিচার-সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতিহার ঘোষণা হবে।  

এনসিপি আহ্বায়ক বলেন, নানা ষড়যন্ত্র, হামলার মাধ্যমে এনসিপিতে বাধা দেয়ার চেষ্টা করা হয়েছে। আগামীর সংসদে, আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির জয় জয়গান হবেই। এজন্য জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করুন, ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবে।

তিনি বলেন, ছাত্র উপদেষ্টা নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র চলছে, তারা নাগরিক পার্টির কেউ নয়, তারা গণঅভ্যুত্থ্যানের প্রতিনিধি। তাদের পদত্যাগ করে বাধ্য করা হচ্ছে, এসবও রুখে দিতে হবে। 

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় পথ সমাবেশে বক্তব্য রাখেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ন আহব্বায়ক সামান্তা শারমীন, সিনিয়র যুগ্ন সদস্য সচিব ডা. তাসনিম জারা, সংগঠক এডভোকেট শিরিন আক্তার শেলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র শেষ দিন আজ বুধবার। ১ জুলাই রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মাসব্যাপী পদযাত্রা শুরু করেছিল এনসিপি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি