ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

৩০ নভেম্বরের মধ্যে সাত কলেজের পরীক্ষার ফল ঢাবি উপাচার্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ৯ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৮:৩৬, ১০ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পরীক্ষার ফল ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাকালে এক কথা বলেন উপাচার্য।

অবিলম্বে ফল প্রকাশের দাবিতে রোববার দিনভর নিউ মার্কেট মোড় অবরোধ করে বিক্ষোভের পর সোমবারও একই কর্মসূচি অব্যাহত রেখেছিল শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১২টা থেকে সোয় ১টা পর্যন্ত উপাচার্য লাউঞ্জে এই আলোচনায় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনও উপস্থিত ছিলেন।

বৈঠকে উপাচার্য বলেন, ‘৩০ নভেম্বর ফলাফল দেওয়ার ডেডলাইন দিচ্ছি। এর আগেও হয়ে যেতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল টিমের সহায়তায় এ বিষয়টি দেখা হচ্ছে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল টিমের সাহায্যের কারণেই ৩০ নভেম্বর ফল প্রকাশের ঘোষণা দেওয়া সম্ভব হচ্ছে জানান তিনি।

এমআর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি