ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

৩৭১ শিক্ষক পাচ্ছেন বিএড স্কেল

প্রকাশিত : ২২:১০, ২২ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বেসরকারি স্কুল-কলেজের ৩৭১ জন শিক্ষককে বিএড স্কেল দেওয়া হচ্ছে। রোববার (২০ জানুয়ারি) অধিদপ্তরে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।    

সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। সভায় উপস্থিত ছিলেন, অধিদপ্তরের দুজন পরিচালক, মাদরাসা অধিদপ্তরের একজন পরিচালক, শিক্ষা অধিদপ্তরের নয় আঞ্চলিক উপ-পরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন প্রতিনিধিসহ প্রায় ৩০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিএড স্কেল পাওয়া শিক্ষকদের তালিকা: ঢাকা বিভাগে ৪৯, বরিশাল অঞ্চলে ২৪ জন, চট্টগ্রামে ২৬, কুমিল্লায় ২৭, খুলনায় ৪৯, ময়মনসিংহে ৩৩, রাজশাহীতে ৬৭, রংপুরে ৬৭ এবং সিলেট অঞ্চলে ২৯ শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে এমপিও কমিটির সভায়।

এসি   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি