৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নতুন তথ্য দিল পিএসসি
প্রকাশিত : ১৮:০৮, ২১ মে ২০২৫

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ আবারও পেছানো হয়েছে। এ নিয়ে দুই দফা এ পরীক্ষার তারিখ পেছানো হলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী- আগামী ১৯ সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানও এ তথ্য নিশ্চিত করেন।
এর আগের ঘোষণা অনুযায়ী- আগামী ৮ আগস্ট ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল। তারও আগে প্রথম দফায় ২৭ জুন এ বিসিএসের প্রিলিমিনারি টেস্ট নেওয়ার কথা জানিয়েছিল পিএসসি। ফলে এ নিয়ে দুই দফা ৪৭তম বিসিএসের প্রিলির তারিখ পরিবর্তন করা হলো।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট পূর্ব-নির্ধারিত ৮ আগস্টের পরিবর্তে আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন-ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা কমিশনের ওয়েবসাইটে ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পিএসসি।
২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে আবেদন ফিসহ কিছু সংশোধনীর কারণে ২৬ ডিসেম্বর পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এরপর ২৯ ডিসেম্বর ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হয়।
চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি এ বিসিএসের আবেদন প্রক্রিয়া শেষ হয়। এ সময়ে ৪৭তম বিসিএসে প্রিলিমিনারিতে অংশ নিতে আবেদন করেছেন তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী আবেদন করেন।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী-৪৭তম বিসিএসে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। ফলে ৪৭তম বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
এসএস//
আরও পড়ুন