ঢাকা, মঙ্গলবার   ২৫ নভেম্বর ২০২৫

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৭ নভেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২০, ২৪ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

আগামী ২৭ নভেম্বর থেকেই ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিসিএসের লিখিত পরীক্ষার আসন ব্যবস্থা ও পরীক্ষা পরিচালনা সংক্রান্ত বিস্তর নির্দেশনা প্রকাশ করেছে পিএসসি। 

সোমবার (২৪ নভেম্বর) কমিশনের পরীক্ষার নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রকাশ করা হয়।

আবশ্যিক ও পদসংশ্লিষ্ট উভয় বিষয়ের পরীক্ষার জন্য প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, হলে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

কোনো ধরনের অসদুপায় বা নিয়ম লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে প্রার্থিতা বাতিলের বিষয়টিও জানিয়েছে পিএসসি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পরীক্ষার হলে মোবাইল ফোন, ঘড়ি, স্মার্টওয়াচ, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, বই-পুস্তক, ব্যাগ, মানিব্যাগ, ব্যাংক বা ক্রেডিট কার্ড, ক্যালকুলেটর (গাণিতিক যুক্তি ব্যতীত), কিংবা অন্য কোনো নিষিদ্ধ সামগ্রী আনা যাবে না। হলের প্রবেশপথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির পর প্রবেশপত্র যাচাই করে হলে ঢুকতে দেওয়া হবে। পরীক্ষার সময় কারো কাছ থেকে এসব সামগ্রী পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পদ-সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে গণিত, ফলিত গণিত, পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, মার্কেটিং, কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ের পরীক্ষার্থীরা কেবল সায়েন্টিফিক নন–প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। পরিসংখ্যান (বিষয় কোড ৯৮১) পরীক্ষায় পরীক্ষার্থীরা হাইপোথিসিস টেস্টিংসহ প্রয়োজনীয় পরিসংখ্যানিক সারণি সঙ্গে আনতে পারবেন।

আর পরীক্ষার হলে প্রবেশের পর পরীক্ষার্থীরা মুখ বা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না। পরীক্ষার সময় কোনো অসদুপায়ে লিপ্ত হলে তাৎক্ষণিকভাবে বহিষ্কারসহ আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।

উপস্থিতি তালিকায় থাকা ছবি ও স্বাক্ষরের সঙ্গে প্রবেশপত্র যাচাই করে পরীক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করা হবে। মিল না পেলে তাকে বহিষ্কার করা হবে। সম্ভাব্য জটিলতা এড়াতে জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে পিএসসি।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি