ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

৫ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫, ১৫ এপ্রিল ২০২৪

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার।

আজ সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টায় কর্মস্থলে যোগ দেবেন কর্মজীবীরা।

টানা পাঁচদিনের সরকারি ছুটি শেষে গতকাল রোববার থেকে রাজধানী ঢাকাসহ পূর্বের বাসস্থানে অনেকেই ফিরতে শুরু করেছেন। আজ ভোরে আসছেন কেউ কেউ।

দূর-দূরান্তে থাকা প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাস, লঞ্চ ও রেলে রাজধানী ছাড়েন অসংখ্য মানুষ। ঈদের আগে একদিন ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কেউ কেউ আগে ৭ ও ৮ এপ্রিলও ছুটি নিয়ে রাজধানী ছেড়েছিলেন।

গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে উদযাপিত হয় মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। ঈদ উপলক্ষ্যে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) সরকারি ছুটি ছিল। 

ঈদের পর ১৩ এপ্রিল শনিবার সপ্তাহিক ও ১৪ এপ্রিল রোববার পহেলা বৈশাখ উপলক্ষ্যে বাংলা নববর্ষের ছুটি। এর ফলে ১০ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত ছুটি কাটান চাকরিজীবীরা। 

টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে সোমবার অফিস পাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা।

তবে যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন তাদের অনেকে ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এদের সংখ্যা বেশি হওয়ায় অফিস আদালতে পুরোদমে কার্যক্রম শুরু হতে আরও কয়েকদিন লেগে যাবে। এছাড়া স্কুল-কলেজও আগামী সপ্তাহে খুলবে। 

তখন স্বাভাবিকরূপে ফিরবে রাজধানী ঢাকা।

এদিকে, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রথমবারের মতো টানা ৬ দিন ছুটি কাটাচ্ছেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ছুটি ঘোষণা করে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি