ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

আরও ৩ জেলায় ৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য মতামত চায় শিক্ষা মন্ত্রণালয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৩, ২৫ জুন ২০২০ | আপডেট: ২০:২০, ২৫ জুন ২০২০

Ekushey Television Ltd.

৩ জেলায় আরও ৫টি সরকারি সাধারণ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে জরুরি ভিত্তিতে মতামত দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, নাটোরের সদর উপজেলায় ‘ডক্টর ওয়াজেদ আলী’ নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় এবং নাটোরের সিংড়া উপজেলায় আরেকটি কৃষি বিশ্ববিদ্যালয়, মেহেরপুরের গাংনী উপজেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুরে আরেকটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে জরুরি ভিত্তিতে মতামত প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। 

ইউজিসির তথ্যানুযায়ী, দেশে এখন ৪৬টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।

এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি