ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

৬ষ্ঠ ডব্লিউইউবি জাতীয় কমটেক উৎসব অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৮, ১৭ নভেম্বর ২০১৭ | আপডেট: ২০:০৫, ১৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘৬ষ্ঠ ডব্লিউইউবি জাতীয় কমটেক উৎসব-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পান্থপথ ক্যাম্পাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশিষ্ট প্রযুক্তিবিদ ও বাংলাদেশ এ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস এর সভাপতি মোস্তফা জব্বার।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো ইয়থ প্রোগ্রামের কো-অরডিনেটর, মুনির হাসান এবং স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ড. মুশফিক এম. চৌধুরী।

উৎসবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়, উভয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আইটি অলিম্পিয়াড, রোবটিক্স কনটেস্ট, প্রোজেক্ট শোকেসিং, গেমারদের জন্য গেমিং প্রতিযোগিতা, প্রোগ্রামারদের জন্য প্রোগ্রামিং প্রতিযোগিতা, সেমিনার এবং ওয়ার্কশপ এর ব্যবস্থা করা হয়। আগামী ১৮ই নভেম্বর সন্ধ্যায় এ উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

একে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি