ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

৭২ প্রতিষ্ঠানে সবাই ফেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ২৩ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:২৭, ২৩ জুলাই ২০১৭

এবার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাসের প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের থেকে কমলেও সবাই ফেল করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গতবছর এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৫টি।

অপরদিকে এ বছর ৫৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরিক্ষায় পাস করেছে। গত বছর এ সংখ্যা ছিল ৮৪৮টি।

কোনো শিক্ষার্থীই পাস করতে এমন প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বোর্ডে রয়েছে ১৭টি, রাজশাহী ১১টি, কুমিল্লাহ ৩টি, যশোর ৪টি, বরিশাল ২টি, দিনাজপুর ১৬টি, মাদ্রাসা বোর্ডে ১৯টি প্রতিষ্ঠান।

শতভাগ পাস করেছে এমন প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বোর্ডে ৪০টি, রাজশাহী বোর্ডে ২২টি, কুমিল্লা ৭টি, যশোর বোর্ডে ১৪১, চট্টগ্রামে ১টি, বরিশাল বোর্ডে ৬টি, সিলেট ৮টি, দিনাজপুর ১১টি, মাদ্রাসা বোর্ডে ২৫০টি, কারিগরি বোর্ডে ২৪৬টি।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি