ঢাকা, বুধবার   ২৯ অক্টোবর ২০২৫

‎ইউল্যাবের ৮ম সমাবর্তন অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫০, ২৯ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)- এর অষ্টম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। এবারের সমাবর্তনের প্রতিপাদ্য ছিল, ‘Informed Minds, Inspire Paths।’

পরিবেশ উপদেষ্টা ও ইউল্যাব আচার্যের প্রতিনিধি সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।

‎সমাবর্তন বক্তৃতা প্রদান করেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ নাসিম মঞ্জুর। এছাড়া ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দা মাদিহা মোরশেদ এবং ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান সমাবর্তনে স্নাতকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

এবার ভ্যালেডিক্টোরিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন মি. তাশিন হক। তিনি ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম থেকে ৩.৮৬ সিজিপিএ অর্জন করে স্নাতক সম্পন্ন করেন। এ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায় থেকে স্বর্ণপদক লাভ করেছেন আরও দুই শিক্ষার্থী।

এ বছর ইউল্যাব থেকে মোট ১৫শ আটজন শিক্ষার্থী সনদপ্রাপ্ত হন। এর মধ্যে এক হাজার একশ ১১ জন স্নাতক এবং তিনশ ৯৭ জন স্নাতকোত্তর শিক্ষার্থী।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি