ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

অক্টোবরে এমপিওভুক্তির বিষয়ে সিদ্ধান্ত: নাহিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৯, ১৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২৩:০৩, ১৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির বিষয়টি আগামী মাসের মধ্যে ফয়সালা বা সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে নাহিদ একথা জানান।

মন্ত্রী জানান, এমপিওভুক্তির জন্য আমরা একটি ক্রাইটেরিয়া নির্ধারণ করে প্রজ্ঞাপন দিয়েছি। আগ্রহীরা অনলাইনে আবেদন করবেন। বাছাই করা হবে। কী ভিত্তিতে দেব, প্রধানমন্ত্রীর মতামত নিয়ে আগামী মাসের মধ্যে ফয়সালা হবে।

সরকারি দল আওয়ামী লীগের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন প্রশ্ন করেছিলেন, আগামী ডিসেম্বরের আগে কতটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে?

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ২০১০ সালের পর শিক্ষা প্রতিষ্ঠান আর এমপিওভুক্তি করা সম্ভব হয়নি। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া করতে পারি না। আমরা অর্থ ছাড়ের জন্য আরও আগে থেকেই অর্থমন্ত্রীকে অনুরোধ করে যাচ্ছি। তবে ইতোমধ্যে অর্থমন্ত্রী রাজি হয়েছেন এবং কিছু টাকা বরাদ্দও দিয়েছেন।

যে সব উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে মাধ্যমিক বিদ্যালয় সরকারি করার পরিকল্পনা আছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি