ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

অতিরিক্ত ওজনবাহী যানবাহন চলাচলের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে মহাসড়ক

প্রকাশিত : ১৮:৩৪, ১৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৩৪, ১৫ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ওজনবাহী যানবাহন চলাচলের কারণে মহাসড়ক ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহাসড়কে যানবাহনের ওজন নিয়ন্ত্রণের বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। অনুমোদিত ওজন তালিকা অনুযায়ী মালামাল পরিবহনের জন্য শ্রমিক ও মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। সভায় চট্টগ্রামের বিভিন্ন শ্রমিক ও মালিক সংগঠনের নেতা, সড়ক বিভাগ, বিআরটিএ’র কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি