অতীতের চেয়ে এবারের মেলা সুশৃঙ্খল হবে : বাণিজ্যমন্ত্রী
প্রকাশিত : ১৪:৩৮, ৩১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৩২, ৩১ ডিসেম্বর ২০১৭

অতীতের যেকোনো সময়ের চেয়ে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০১৮ সুশৃঙ্খল হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ রোববার রাজধানীর শেরেবাংলানগরে মেলা প্রঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তোফায়েল আহমেদ বলেন, এবারে ১০০টি সিসি ক্যামেরা থাকবে প্রয়োজনে আরও বাড়ানো হবে। আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণীক মনিটরিং করবে। দর্শনার্থীদের চলাচলের সুবিধার জন্য মেলার অভ্যন্তরের রাস্তাগুলোতে বেশি জায়গা রাখা হয়েছে।
তিনি বলেন, আমরা প্রতিবারই বছরে শুরুতে মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করি। আগামীকাল ১জানুয়ারি সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার উদ্বোধন করবেন। এ বাণিজ্য মেলা শুধু ব্যবসা-বাণিজ্য প্রসারের কাজ করে না, এটা একটা বিনোদনের কেন্দ্রেও পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, ২০১৮ সাল হলো নির্বাচনের বছর। আগামী জাতীয় নির্বাচন হবে ক্ষমতাসীন সরকারের অধীনে। আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। ইসি যে নিরপেক্ষ নির্বাচন করতে পারে সেটা তারা প্রমাণ করেছে কুমিল্লা ও রংপুর সিটি নির্বাচন করে।
২০২০ সাল থেকে পূর্বাচলে স্থায়ীভাবে বাণিজ্য মেলা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
/এমআর
আরও পড়ুন