ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

অধ্যাপক সামাদকে অব্যাহতি, ঢাবি নতুন উপ-উপাচার্য সায়েমা হক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ৩ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

অধ্যাপক মুহাম্মদ আবদুস সামাদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অধ্যাপক সামাদের পদে স্থলাভিষিক্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়েমা হক বিদিশাকে।

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অনুমোদনে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। এতে বলা হয়, মুহাম্মদ সামাদকে উপ-উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে মূল পদে যোগদানের অনুমিত দেওয়া হল।
 
অধ্যাপক আবদুস সামাদ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক। তিনি বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্বও পালন করছেন। ২০১৮ সালের ২৭ মে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছিলেন তিনি। পরে ২০২২ সালে ফের চার বছরের জন্য উপ-উপাচার্য হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়।

এদিকে, অধ্যাপক সামাদের স্থলাভিষিক্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়েমা হক বিদিশা। সোমবার তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মো. শাহীনুর ইসলাম।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন৷ অর্থনীতি বিষয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথ থেকে স্নাতকোত্তর ডিগ্রি ও ইউনিভার্সিটি অব নটিংহ্যাম থেকে পিএইচডি ডিগ্রি নেন সায়মা হক।

প্রসঙ্গত, উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করলে গত ২৭ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্যের দায়িত্ব পান ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি