অনিয়মের অভিযোগ এনে কন্টিনেটাল টের্ডাসের সংবাদ সম্মেলন
প্রকাশিত : ১৭:৫৩, ২৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৫৩, ২৮ অক্টোবর ২০১৬
চট্টগ্রাম বন্দরে বিরুদ্ধে চীনী জাহাজ থেকে কনটেইনার খালাসে অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে কন্টিনেটাল টের্ডাস নামের একটি প্রতিষ্ঠান।
শুক্রবার দুপরে সংবাদ সম্মেলন করে চীনের পতাকাবাহী ‘কসকো-চায়না শিপিং লাইন’ এর বাংলাদেশি এজেন্ট এ প্রতিষ্ঠানটি। এটির ব্যবস্থাপনা পরিচালক আহসান ইকবাল চৌধুরী জানান, নিয়মানুযায়ী তারা শুল্ক বিভাগে আবেদন করে ১৬ আগষ্ট থেকে এই শিপিং লাইন পরিচালনার কাজ শুরু করা হয়। একটি মহলের সম্পৃক্ততায় বন্দর কর্তৃপক্ষ ঐ জাহাজ থেকে কন্টেইনার খালাস বন্ধ করে দেয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
আরও পড়ুন