ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

অন্ধকারে ৯ হাজারের বেশি প্রজাতির গাছ: সমীক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ১ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৪:৪৬, ১ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

গবেষকদের ধারণা পৃথিবীতে মানুষের জানা বৃক্ষ প্রজাতির চেয়ে উল্লেখযোগ্য সংখ্যক প্রজাতি এখনো অজানাই রয়ে গেছে। প্রায় ৯ হাজারের বেশি প্রজাতির বৃক্ষ এখনও আবিষ্কারই হয়নি। 

সোমবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়। 

গবেষণায় বলা হয়, “বিশ্বজুড়ে বন সংরক্ষণের প্রচেষ্টাকে অবহিত করা, আশাবাদী হওয়া এবং এ বিষয়টিতে অগ্রাধিকার দেয়ার জন্য গাছের প্রজাতির সংখ্যা জানা জরুরি।”

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের জার্নাল পিএনএএস এই প্রতিবেদন প্রকাশ করেছে, কয়েক ডজন বিজ্ঞানী এই গবেষণায় যুক্ত ছিলেন। 

প্রায় ৬৪ হাজার ১০০ প্রজাতির গাছ ইতোমধ্যে শনাক্ত হয়েছে। কিন্তু গবেষণা অনুযায়ী, আরো সম্পূর্ণ তথ্যউপাত্তের উপর ভিত্তি এবং পূর্ববর্তী প্রচেষ্টার তুলনায় আরো উন্নত পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করে দেখা যায়, গাছের প্রজাতির মোট সংখ্যা প্রায় ৭৩ হাজার ৩০০, যা আগের চেয়ে ১৪ শতাংশ বেশি। অর্থাৎ ৯ হাজার প্রজাতি এখনও আবিষ্কৃত হয়নি।

গবেষণায় বলা হয়, গাছের সমস্ত প্রজাতির প্রায়’ ৪৩ শতাংশ দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। এরপরে ইউরেশিয়ায় ২২, আফ্রিকায় ১৬, উত্তর আমেরিকায় ১৫ এবং ওশেনিয়ায় ১১ শতাংশ।

গবেষকদের হিসাবে শনাক্ত হওয়া প্রজাতির অর্ধেক থেকে দুই তৃতীয়াংশ পাঁচটি মহাদেশের ক্রান্তীয় বা উপ-ক্রান্তীয় রেইনফরেস্টে পাওয়া যায়।

এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি