ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

অবশেষে সিনেটের অনুমোদন পেয়েছেন জেফ সেশন

প্রকাশিত : ১০:২৬, ৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:২৬, ৯ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে অবশেষে সিনেটের অনুমোদন পেয়েছেন বর্ণবাদ ইস্যুসহ ট্রাম্প প্রশাসনে সবচেয়ে বিতর্কিত ব্যক্তিত্ব জেফ সেশন। স্থানীয় সময় বুধবার ভোটাভুটিতে অ্যালাবামা অঙ্গরাজ্যের এই সিনেটরের পক্ষে ৫২ ভোট পড়ে। যদিও সিনেট শুনানিতে নাগরিক অধিকার ইস্যুতে ডেমোক্র্যাটদের ব্যাপক আক্রমনের মুখে পড়তে হয় তাকে। এখন থেকে যুক্তরাষ্ট্রের ৯৩ অ্যাটর্নিসহ জাস্টিট ডিপার্টমেন্টের দায়িত্ব ৭০ বছর বয়সী জেফকেই নিতে হবে। ১৯৮৬ সালে বর্ণবাদী মন্তব্যের জেরে জুডিশিয়াল পদ হারান জেফ। ১৯৯৬ সালে সিনেটর নির্বাচিত হন। ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় শুরু থেকেই ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি