ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

অর্থনীতি শক্তিশালী করতে শেয়ারবাজারকে আরো গতিশীল করতে হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ২৯ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৭:১৬, ২৯ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

দেশের অর্থনীতি শক্তিশালী করতে শেয়ারবাজারকে আরো গতিশীল করতে হবে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বিজনেস রিপোর্টার্স ফোরাম আয়োজিত কর্মশালায় তিনি আরো বলেন, বিশ্বের অনেক দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্যাপিটাল মার্কেটের উপর নির্ভর করলেও বাংলাদেশে এই সূচক নগণ্য। প্রবৃদ্ধি অর্জনে মানবসম্পদ উন্নয়নের উপর গুরুত্ব দেয়ার পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। মাধ্যমিক শিক্ষা অর্জনে এশিয়ার ১২টি দেশের মধ্যে পাকিস্তান ছাড়া সব দেশ থেকে বাংলাদেশ পিছিয়ে রয়েছে বলেও উল্লেখ করেন মির্জ্জা আজিজুল ইসলাম।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি