ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৬, ১৩ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

স্থানীয় উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে। শুধু অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) ২০১৮ সালে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) প্রস্তাব এসেছে সাড়ে পাঁচ বিলিয়ন ডলারের। ইতোমধ্যে বেশকিছু বিদেশি বিনিয়োগকারী কারখানা স্থাপন শুরু করেছে। বেসরকারি তিনটি অর্থনৈতিক অঞ্চলের কারখানা উত্পাদন শুরু করেছে। এর মধ্যে জাপানের হোন্ডা মোটর কোম্পানি ও বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশন (বিএসইসি) যৌথভাবে মোটরসাইকেল কারখানা স্থাপন করেছে। বে ইকোনমিক জোনে চীনা প্রতিষ্ঠান মেইগোর বিনিয়োগে স্থাপিত হয়েছে খেলনা তৈরির কারখানা। মেঘনা অর্থনৈতিক অঞ্চলে অস্ট্রেলিয়ার সিআইসি গ্রুপ দুটি কারখানা স্থাপন করছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সাধারণত নির্বাচনি বছরে বিনিয়োগ স্থবিরতা লক্ষ্য করা যায়। কিন্তু গেল বছর নির্বাচনের বছর হলেও বিদেশি বিনিয়োগকারীরা এগিয়ে এসেছেন। অনেক বড় বড় বিনিয়োগ প্রস্তাব এসেছে। বিনিয়োগ চুক্তিগুলো আগামী কয়েক বছরে বাস্তবায়ন হবে বলে আশা করছেন তারা।

বেজা সূত্রে জানা যায়, গেল বছর সরকারি তিনটি অর্থনৈতিক অঞ্চলে ১০ বিদেশি কোম্পানি ৪৩ হাজার ৫৬৫ কোটি টাকা বিনিয়োগে বেজার সঙ্গে চুক্তি করেছে। এর মধ্যে বেশি বিনিয়োগের চুক্তি হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগরীতে। এই শিল্প নগরীতে বিদেশি চুক্তি হয়েছে ২৪ হাজার কোটি টাকার। এর পর সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে মহেশখালীতে। সেখানে প্রায় ২১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে দুটি প্রতিষ্ঠান। মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে প্রায় ৭ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব এসেছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের বিভিন্ন এলাকা বিশেষতঃ পশ্চাত্পদ অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের লক্ষ্যে উদ্যোগ নেয়। এর মাধ্যমে ১৫ বছরের মধ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, ১ কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি এবং ২০৩০ সালের মধ্যে বার্ষিক অতিরিক্ত ৪০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য উত্পাদন ও রপ্তানির প্রত্যাশা নিয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি