ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

অলিম্পিকের দুই হাজার বছরের রেকর্ড ভেঙ্গেছেন মাইকেল ফেলপস

প্রকাশিত : ১৪:৪৭, ১২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৪৭, ১২ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

অলিম্পিকের দুই হাজার বছরের রেকর্ড ভেঙ্গে ইতিহাস গড়লেন মার্কিন জলদানব মাইকেল ফেলপস। ব্যক্তিগত ১৩টি স্বর্ণ জয়ের মাধ্যমে এই ইতিহাস গড়েন তিনি। এদিকে, রিও অলিম্পিকের ৬ষ্ঠ দিনেও পদক তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ১৬টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জসহ মোট ৩৮টি পদক পেয়েছেন মার্কিনীরা। আর দ্বিতীয় স্থানে থাকা চীন পেয়েছে ১১টি স্বর্ণসহ ৩০টি পদক। ৭টি স্বর্ণ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জাপান। আধুনিক অলিম্পিকে ১৩টি ব্যক্তিগত স্বর্ণ জিতে দুই হাজার বছরের পুরোনো রেডর্ক ভাঙলেন মাইকেল ফেলপস্ধসঢ়;। এরআগে, খ্রিস্টপূর্ব ১৫২ সালের অলিম্পিকে ১২টি স্বর্ণ নিয়ে রেকর্ড গড়েছিলেন লিওনিদাস। রিও অলিম্পিকের ৬ষ্ঠ দিনে পুরুষ ২০০ মিটার ব্যক্তিগত মিডলের ফাইনালে জাপানের হাগুইনকে হারিয়ে ১৩ তম স্বর্ণ জয় করেন ফেলপস। তাঁর সময় লেগেছে ১ মিনিট ৫৪ দশমিক ছয় ছয় সেকেন্ড। মেয়েদের ৫০মিটার রাইফেলে থ্রি পজিশনে জার্মানীকে স্বর্ণ এনে দেন ইংলেডার বারবারা। তাঁর স্কোর ছিলো ৪৫৮ দশমিক ছয়। আর দ্বিতীয় স্থানে থেকে রৌপ্য পেয়েছেন চীনের জাআং বিনবিন। মেয়েদের ব্যক্তিগত আর্চারিতে স্বর্ণ জিতেন দক্ষিণ কোরিয়ার চ্যাং হাইয়ের জিন। আর স্প্যানিশ মাইয়ালেন শুরত পেয়েছেন মেয়েদের কায়াক ক্যানোয়িংয়ের স্বর্ণ। ছেলেদের ১০০ কেজি জুডোতে স্বর্ণ হাতে তুলে নেন চেক প্রজাতন্ত্রের লুকাস কার্পালেক। মেয়েদের ৭৮ কেজিতে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের কাইলা হ্যারিসন। পুরুষ টেবিল টেনিসের এককে চীনের জুকি ঝাংকে হারিয়েছেন স্বদেশী লং মা। আর সেই সাথে ক্যারিয়ারের প্রথম অলিম্পিক স্বর্ণ জিতেন তিনি। পদক তালিকায় জাপানকে তৃতীয় স্থানে যেতে অবদান রেখেছেন সাঁতারুরা। মেয়েদের ২০০ মিটার ব্রেস্টস্টোকে স্বর্ণ জিতেছেন দেশটির সাঁতারু রিয়ে কাপানেতিও। তিনি সময় নিয়েছেন ২ মিনিট ২০ দশমিক তিন শূণ্য সেকেন্ড। পুরুষ রাগবি সেভেনসে ৮৫ বছর পর স্বর্ণ পেলো ফিজি। গ্রেট ব্রিটেনকে হারিয়েছে তারা। পুরুষ ১০০ মিটার ব্যাকস্ট্রোকের পর ২০০ মিটারেও স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের রায়ান মার্ফি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি