ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫

অলিম্পিকে কৌশলে উত্তর কোরিয়াকে এড়াল যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

পর্দা উঠল সিউল শীতকালীন অলিম্পিকের। অয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর কোরিয়ার নেতাদের কৌশলে এড়িয়ে গেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। শুক্রবার অতিথিদের স্বাগতমপর্বে খুবই কম সময়ের জন্য উপস্থিত ছিলেন মাইক পেন্স। এমনকি উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং ন্যামের সঙ্গে নৈশ ভোজেও অংশ নেননি তিনি।

আর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়োজংয়ের সঙ্গে একবার পেন্সের ক্ষণিকের জন্য দেখা হলেও তারা সরাসরি কথা বা সাক্ষাৎ করেননি বলে জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহাপ।

পিয়ংচ্যাংয়ে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট পেন্স এবং উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক প্রেসিডেন্ট কিম ইয়ং-ন্যামকে স্বাগত জানান।

সাম্প্রতিক সময়ে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের মুখোমুখি অবস্থানে উত্তর কোরিয়া।
তথ্যসূত্র: বিবিসি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি