ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

অ্যাফ্লেককে আবারও বিয়ে করলেন লোপেজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩০, ২১ আগস্ট ২০২২ | আপডেট: ১৪:৪৫, ২১ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

লাস ভেগাসে গত মাসে বিয়ে করেছিলেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। এবার জর্জিয়ায় আবারও বিয়ে সেরেছেন হলিউডের আলোচিত এই জুটি। বিয়েতে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের আগের সংসারের সন্তানরা হাজির ছিলেন। বিয়েতে বর-কনেসহ সবাই পরেছিলেন সাদা রঙের পোশাক। খবর ফক্স নিউজের।

শনিবার রাতে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে রালফ লরেনের ডিজাইন করা গাউন পরেছিলেন জেনিফার। সঙ্গে ছিল লম্বা ওড়না। কালো-সাদা ট্রাক্সিডো পরেছিলেন বেন।

জর্জিয়ায় বেনের ৮৭ একরের এস্টেট আছে। সেখানেই আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠান। বিয়েতে পরিবার ও বন্ধুদের পাশাপাশি ছিলেন বড় বড় তারকারাও।

উল্লেখ্য, ২০ বছর আগে প্রথম সম্পর্কে জড়ান জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। তাদের বিয়েটা হওয়ার কথা ছিল ২০০৩ সালে। বাগদানও সেরেছিলেন তখন। কিন্তু শেষ মুহূর্তে বিয়ে বাতিল করা হয় এবং সম্পর্কেও ইতি টেনেছিলেন তারা। বিচ্ছেদের পর দুজনেই আলাদা সংসার পেতেছিলেন। তবে দুজনের সংসারই টিকেনি। ২০২২ সালে এসে অবশেষে সম্পর্কের পরিণতি দিয়েছেন হলিউডের আলোচিত এ জুটি।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি