ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

অ্যালেকজান্ডার সং এর জন্মদিন আজ

প্রকাশিত : ১৫:০৩, ৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:০৩, ৯ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

অ্যালেকজান্ডার সং। ক্যামেরুন জাতীয় দলের সাবেক মিডফিল্ডার। রক্ষণভাগেও দারুণ দক্ষ তিনি। বর্তমানে রবিন কাজানের হয়ে খেলছেন এই তারকা। সংয়ের জন্ম ১৯৮৭ সালের আজকের এই দিনে। দর্শক অ্যালেকজান্ডার সংয়ের জন্মদিনে জেনে নেই তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু অংশ। পুরো নাম আলেকজান্ডার দিমিত্রি সং বিলোং। তবে সবার কাছে অ্যালেকজান্ডার সং নামেই পরিচিত এই ২৯ বছর বয়সী তারকা। ১৯৮৭ সালের ৯ই সেপ্টেম্বর ক্যামেরুনর ডূয়ালায় জন্ম গ্রহণ করেন এ তারকা ফঢুটবলার। মাত্র ৩ বছর বয়সে বাবাকে হারান তিনি। বাড়িতে ২৮ ভাই-বোনের একজন হলেন সং। ১৪ বছর বয়সে বাস্তিয়া যুব দলে যোগ দেন অ্যালেক্স। টানা তিন বছর খেলে মূল দলে জায়গা করে নেন তিনি। ২০০৫-০৬ মৌসুমে আর্সেনালে ধারে খেলে নির্বাচকদের নজরে আসেন অ্যালেকজান্ডার সং। পরের মৌসুমেই এই ফুটবলারকে ছয় বছরের জন্য নিয়ে নেয় আর্সেনাল। মাঝে চার্লটন অ্যাথলেটিকে ধারে খেলেছেন সং। এরপর ২০১২ সাল বার্সেলোনায় যোগ দেন এ তারকা। বার্সায় থাকা অবস্থায় ধারে ইংলিশ ক্লাব ওয়েস্টহ্যামে খেলেন তিনি। ক্লাবের পাশাপাশি জাতয়ি দলের হয়েও মাঠ মাতিয়েছেন সং। ২০০৩-০৪ সালে ক্যামেরুন অনুর্ধ্ব-১৭ দলের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুবলে অভিষেক হয় সংয়ের। ২০০৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্যামেরুন জাতীয় দলের হয়ে খেলেছেন আলেকজান্ডার সং। মাত্র ১৮ বছর বয়সে বিয়ে করেন ক্যামেরুনর ফুটবলার আলেকজান্ডার সং।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি