ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

আইফোন এক্স আনছে রবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৮, ১৮ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৭:৩০, ১৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

দেশের বাজারে আইফোন’সর্বশেষ সংস্করণ ‘আইফোন এক্স’ আনছে মোবাইল ফোন অপারেটর রবিহ্যান্ডসেটটি কিনতে রবি’ওয়েবসাইট (www.robi.com.bd), রবি সেবা, এয়ারটেল এক্সপেরিয়েন্স সেন্টার শপডট রবিডটকমে (shop.robi.com) আগামী ডিসেম্বর থেকে প্রি-অর্ডার করতে পারবেন গ্রাহকরা। 

রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর।  অপারেটরটি ডিজিটাল সেবা চালুর দিক থেকে অনেক ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোরায় মোবাইল নেটওয়ার্ক পৌঁছে দেয়ার জন্য ব্যাপকভাবে বিনিয়োগ করেছে। রবিতে ভারতী এয়ারটেল ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেড এবং এনটিটি ডকোমো ইনকর্পোরেশনের আশিংক মালিকানা রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর                      

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি