ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

আইসোলেশনে থেকেও `বন্ধু`র সাথে খাওয়া দাওয়া সারলেন রুদ্রনীল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৩, ৬ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে গৃহবন্দি, তার মাঝেই এল জন্মদিন। জন্মদিনে আইসোলেশনে থেকেই এক বন্ধুর সঙ্গে খাওয়া দাওয়া সারলেন রুদ্রনীল ঘোষ! শুধু কী তাই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই ভিডিও! কোয়ারেন্টিন ও করোনা সুরক্ষাবিধি ভাঙলেন অভিনেতা? 

কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন রুদ্রনীল। সেখানে দেখা যাচ্ছে, নিজের বাড়ির ব্যালকনিতে বসে রয়েছেন তিনি। তার হাতের ওপর বসে রয়েছে একটি পায়রা। খাবার নিয়ে রুদ্রনীল নিজের ঠোঁটে ধরছেন, আর সেখান থেকেই খাবার টেনে নিচ্ছে পায়রাটি।

নিজের হাতে করেও তাকে খাবার খাইয়ে দিচ্ছেন রুদ্রনীল। ভিডিওতে অভিনেতাকে বলতে শোনা গেল, 'হ্যাপি বার্থডে টু মি। এই জন্মদিনটা কোভিড স্পেশাল জন্মদিন। বন্ধুবান্ধব নেই। একজন বন্ধুই এসেছে যার সঙ্গে খাওয়াদাওয়া চলছে। আগে এই দিনটায় বন্ধুবান্ধব আসত, ঘরে গিটার বাজত।

এখন গিটারের জায়গায় প্যারাসিটামল, কফ সিরাপ আর থার্মোমিটার আছে। সবাই সুস্থ থাকবেন, মাস্ক ব্যবহার করবেন। যারা আমার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে ধন্য়বাদ। আমার সমস্ত শুভাকাঙ্খী যারা আমার অসুস্থতার খবর শুনে আমার খোঁজ নিয়েছেন তাদেরও ধন্যবাদ। হয়ত এই দুনিয়ায় সবচেয়ে বড় ভ্যাকসিন মানুষের ভালোবাসা।'

সূত্র: এবিপি আনন্দ

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি