ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

আওয়ামী লীগের কাউন্সিলে গণতন্ত্রের নির্দেশনা দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম

প্রকাশিত : ১৯:০০, ২৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:০০, ২৬ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের কাউন্সিলে গণতন্ত্রের জন্য কোনো নির্দেশনা দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনায় এ’কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দলীয় নেতাকর্মীদের জন্য উৎসব আয়োজন করলেও এই কাউন্সিল জাতিকে গঠনমূলক কিছু উপহার দিতে পারেনি। গণতন্ত্র ফিরিয়ে আনতে নিরপেক্ষ নির্বাচনের কোনো ইঙ্গিত না আসায়, জাতি হতাশ হয়েছে বলে জানান বিএনপির মহাসচিব। গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনতে জাতীয় ঐক্য এবং আন্দোলনের বিকল্প নেই বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি